আমাদের সম্পর্কে ঃ
সুপ্রিয় শিক্ষার্থীরা,
শুভেচ্ছা নিবেন
যন্ত্রণাকাতর মুমূর্ষের মুখে হাসি ফোটানোর মহান প্রত্যয় নিয়ে তোমরা যারা নার্সিং এর মতো মহান পেশায় যুক্ত হবার বাসনা মনে লালন করছো, তোমাদেরকে ঐতিহ্যবাহী, অপ্রতিদ্বন্দ্বী ও শীর্ষস্থানীয় “নিউরন নার্সিং ভর্তি কোচিং” এর পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দীর্ঘ সাত বছরে তোমাদের যে কঠোর পরিশ্রম, মেধার অনুশীলন আর দুর্নিবার স্বপ্ন দেখার যে প্রয়াস, তারই মূল্যায়ন হবে এবার। কারণটি দিবালোকের মত পরিষ্কার। ৩৮ টি সরকারী ডিপ্লোমা, সরকারি বেসিক বি.এস.সি ৭টি ও ৪ টি পোস্ট বেসিক বি.এস.সি সহ মোট ৩৬৯০ টি আসনের জন্য প্রতিবছর লক্ষাধিক অধিক ছাত্র–ছাত্রী ভর্তি যুদ্ধে অংশগ্রহণ করে। এত বিপুল সংখ্যক ছাত্র–ছাত্রীর মধ্যে মাত্র ৫–৬% তাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারে। বাকিরা ছিটকে পড়ে নিরুদ্দেশে। এই কঠিন প্রতিযোগিতা আর প্রতিকূলতার মাঝে তোমাদের পাশে একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান নিউরন নার্সিং ভর্তি কোচিং সেন্টার।
বিগত সাত টি বছর ধরে “নিউরন নার্সিং ভর্তি কোচিং সেন্টার” তার সফলতায় একের পর এক কৃতিত্ব অর্জন করেছে। নিউরন নার্সিং ভর্তি কোচিং সেন্টারের লেকচারারগণ সবচেয়ে অভিজ্ঞ, পারদর্শী, আন্তরিক তাতে কোন সন্দেহ নেই; “নিউরন নার্সিং ভর্তি কোচিং সেন্টারের” লেকচার সবচেয়ে ফলপ্রসূ, আধুনিক, বিজ্ঞানসম্মত। “নিউরন নার্সিং ভর্তি কোচিং সেন্টারের” ক্লাস টেস্ট, মডেল টেস্টের প্রশ্নপত্র সবচেয়ে সেরা ও ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রের জন্য সেরা উপযোগী। “নিউরন নার্সিং ভর্তি কোচিং সেন্টারের” লেকচার শীট ও গাইড অপ্রতিদ্বন্দ্বী। “নিউরন নার্সিং ভর্তি কোচিং সেন্টার” থেকেই বছরের পর বছর নার্সিং কলেজগুলোতে সবচেয়ে বেশী সংখ্যক ছাত্রছাত্রী চান্স পেয়ে আসছে। বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এ বছরেও নিউরন নার্সিং ভর্তি কোচিং সেন্টার থেকে অধীক সংখ্যক শিক্ষার্থী বিভিন্ন নার্সিং কলেজে চান্স পেয়েছে। প্রতিবছর নিউরন নার্সিং ভর্তি কোচিং সেন্টার তার পূর্বের বছরের সাফল্যকে অতিক্রম করে একের পর এক মাইলফলক অতিক্রম করে চলছে। তাই, নিউরন নার্সিং ভর্তি কোচিং সেন্টার আজ “নিউরন নার্সিং ভর্তি কোচিং সেন্টারের” একমাত্র প্রতিদ্বন্দ্বী।
এই অপ্রতিদ্বন্দ্বী সাফল্যের নেপথ্যে আছে “Admission Exam গুলোতে “নিউরন নার্সিং ভর্তি কোচিং সেন্টারের” শিক্ষার্থীদের সবচেয়ে ভালো পারফরমেন্স”। তাই Admission Exam গুলোতে ভাল করার মাধ্যমে লাভ করে সর্বোচ্চ সাফল্য। তোমাদের চান্স পাওয়ানোর জন্য আমাদের প্রচেষ্টা থাকবে সর্বোচ্চ, আমাদের পরিকল্পনা হবে নিখুঁত, আমাদের আয়োজন হবে যথাযথ এবং পরিপূর্ণ। আর সে কারণেই আমাদের সাফল্যের হার সবচেয়ে বেশি।